জামালপুরের দেওয়ানগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আমিনুল ইসলাম (২২) নামে এক প্রবাসী। দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সবুজপুর এলাকার জিঞ্জিরাম নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো. স্বাধীন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম তার দুই সহপাঠীকে নিয়ে দুপুরে জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
জামালপুর ফায়ার সার্ভিসের এএসআই সানোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে উদ্ধারকর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিখোঁজ আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।