কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি সীমান্ত থেকে রাশেদুল ইসলাম (২৬) নামের একজন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ ঘটিকার সময় ভারতীয় সীমান্ত আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৭ পিলারের পাশে ভারতীয় কাটাতারের বেড়ার উপর দিয়ে বিশেষ কায়দায় একদল মাদক চোরাকারবারি মাদকদ্রব্য পারাপারের সময় ভারতের গুটালু ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।
আটককৃত ব্যাক্তি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৬)।
এ বিষয়ে দাঁতভাঙ্গা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, বিএসএফ এর হাতে বাংলাদেশী এক যুবক আটকের বিষয় শুনেছি। তবে পতাকা বৈঠকের চেষ্টা চালাচ্ছি।