জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাররামরামপুর-পাথরের চর সড়কের মাঠের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মাঠেরঘাট এলাকার নাছিরের ছেলে দেলোয়ার (১৮) এবং ওই এলাকার খোরশেদের ছেলে জীবন মিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন। অপরদিক থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে জীবন মিয়াও আসছিলেন। এতেই মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহত হন জীবন মিয়া। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।