বন্যার পানিতে প্রধান সড়ক ও ব্রিজের সংযোগ বিচ্ছিন্ন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধির পাশাপাশি নদী ভাঙন অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি-দেওয়ানগঞ্জ প্রধান সড়কের কাঠারবিল এলাকায় রাস্তা ভেঙে যাওয়ায় হাতিভাঙ্গা, চর-আমখাওয়া,পার রামরামপুর ডাংধরার ৪ ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। এতে এ অঞ্চলের মানুষ চরম বিপাকে পরেছে। পানি বেড়ে যাওয়ায় ইতিমধ্যে ঘরবাড়ি, পুকুর, কবরস্থান, গবাদি পশু গ্রামীণ রাস্তাসহ বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে ।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরে বন্যার পানিতে রাস্তাটি ভেঙে যায় এবং মেরামতের কাজ শেষ না হতেই এবার আবারও সড়কটি ভেঙে গেলো। এখন কিভাবে যাতায়াত করবো, সেই দুশ্চিন্তায় আমরা অসংখ্য মানুষ। তাই সরকারের কাছে দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।

এরইমধ্যে বিধ্বস্ত স্থান পরিদর্শনে এসেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স ও দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ এবং উপজেলা প্রকৌশলী অফিসার তোফায়েল আহমেদ।

এসময় স্থানীয় সংসদ সদস্য নুর মোহাম্মদ এমপি’র সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক: সম্পাদকের নাম

অফিস এড্রেস: রাজিবপুর, কুড়িগ্রাম - ৫৬৫০

অনুসরণ করুন

© 2024 Muktanchal News Portal.

Built with care by Pixel Suggest