বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদুল হকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও মেলেনি কোনো প্রতিকার।
কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগি আব্দুর আউয়াল বৃহস্পতিবার সাংবাদিকদের অভিযোগ করে বলেন, দুই বছর আগে তাঁর ছেলে হারুন অর রশীদকে (২০) ফায়ার সার্ভিসের চাকরি নিয়ে দেওয়ার কথা ৫ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেন যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক। এতে কোনো প্রকার চাকরি নিয়ে না দেওয়ায় টাকা ফেরৎ চাইতে যান তিনি। এ সময় টালবাহানা ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই নেতা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টি জানালে আপোষ মিমাংসার জন্য সালিশ ডাকলে বৈঠকে উপস্থিতও হয়নি তিনি। পুনরায় আগস্ট মাসের ১০ তারিখে সকাল ১০টার দিকে ওই টাকা ফেরৎ চাইতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা।
অভিযুক্ত এমদাদুল হল বলেন, তার কাছে আমি কোনো টাকা নেইনি ও পরে কথা বলবেন বলে কল কেটে দেন তিনি।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, তিনি নতুন যোগদান করেছেন। তবে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।