রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সদরের সবুজবাগ এলাকায় থানার দক্ষিণ পার্শে সরকারি জমি দখলের চেষ্টায় গাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে ওই এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার বিরুদ্ধে।
রোববার (১২ জানুয়ারি) রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একই এলাকার বাসিন্দা আবুল কাশেম। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ২৭-২৮ বছর আগে রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোগ দখলীয় জমিতে মেহগুনি গাছ রোপণ করে স্কুল কর্তৃপক্ষ। গাছগুলো বর্তমান বিশালাকার এবং অধিক মূল্যের হয়েছে। অভিযোগ আরও জানা যায়, প্রায় দেড় বছর আগে গোলাম মোস্তফা ওই স্কুলের প্রধান শিক্ষকের ক্ষমতায় অবৈধ ভাবে দুইটি কক্ষ বরাদ্দ নিয়ে অবকাঠামো নির্মাণ করে। অবকাঠামোর পার্শ্বে ৪টি মেহগুনিসহ আনুমানিক ১৫ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের সরকারি জমি বেদখলের চেষ্টায় ১টি গাছ মেরে ফেলেছেন এবং বাকী ৩টি গাছ মেরে ফেলার চেষ্টায় রয়েছে।
আবুল কাশেম বলেন, আমি ১২ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দিয়েছি কিন্তু সে অভিযোগের কোনো অগ্রগতি নেই। তিনি দাবী করে আরও বলেন, অতিদ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম মোস্তফা বলেন, ট্রাকের ধাক্কায় গাছ মরে গেছে। অন্য একটি প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি যতটুকু জায়গায় বরাদ্দ নিয়েছি তার বেশি দখলে নেওয়ার সুযোগ নেই।
এবিষয়ে রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।